কেন এই বিষাদের দহন ?
পরের তরে কেন আপন শিরে কাফন ?
দিতে নিতে কেন ঘটা ?
ভিক্ষার মতো কেন প্রণয় চাহ ?
মাথা নত করো কেন মানুষের কাছে ?
প্রাপ্তিটুকু চাও কেন অনাথ মত ?
পুড়ে পুড়ে ছাই যদি হয় কাষ্ট
মাটি পুড়ে ছাই হলে কিসের কষ্ট
দিলো যে যন্ত্রণা তার কাছে মন্ত্রণা
শুধু শুধু দহনে দাহন আপন চিতায় আগ্নেয়গিরী ।