আমাকে ভুলে যাও পার যদি
আমি তোমার প্রতিচ্ছবি
নিখিলচন্দ্র সুভাসের কুসুম ভোগের প্রসাদ
তোমার যেদিন জন্ম হয়,  আমার সেদিন আবির্ভাব হয়
তোমার হিয়ায় আমার বসত বাড়ি
ঠুনকো নই আমি যা ভেঙ্গে ফেলবে তুমি এক ঢিলে
চুপিসারে তুমি যদি কারচুপি করো
মনে করো চিত্র পাখিবিহিন হবে
শূণ্য খাঁচ বহন করছো ,
আমি তো নিখিল সকাল বিকেল
হে মহাপ্লাজা তোমার হৃদয়  ছুঁয়ে দাও আমার হৃদয়ে
যেন বেদনা  মেঘ থাকে হৃদয় জুড়ে
নয় তো  একা লাগবে মেঘ মুক্ত হলে ।