আমার দেহ ক্যানভাসের ভিতরে
একজন শিল্পি রং তুলি দিয়ে দিন রাত
শৈল্পিক রুপ প্রকাশ করে
হৃদয় ক্যানভাসে সৃষ্টি হয় একটি মুখ
যার তারনায় আমার মন প্রাণ পুলকিত হয়
আমি মনোরঞ্জনে হই আকুলি
দেখতে পাই আমার প্রয়তম দবতার রূপ
চরনে ফুল ঢেলে আঁচলে মুছেছি পা
আবেদন রাখছি মুল্লুকের রাজা
স্থান কি দেবে না মনে ।