যদি ভুলে যাই প্রণয়ের বিধিবিধান নিয়মের আগ্রাসনে
আমাকে ছলনাময়ী ধরে নিবে !!!!
কালের সাক্ষী আঁখি জলে ভেজা রুমাল শুকিয়ে গেছে
বিরহের শিখা অনির্বাণ ,
আমার প্রেমের প্লাবন থেমে যায় নাই !!!!
দিব্বি রইলো হাত বাড়ানো হাত প্রেমের কসম
কদম ফেলা কদম ফেলা দীর্ঘ পথ ।
তরুলতা আর বাঁশির সুর
তারা আর আকাশ ওরা সবাই। সাক্ষী তোমার নিঃশ্বাসেই
আজও বেঁচে আছি ।