এক দিন শীতের সন্ধ্যায় আমার ভূগোলে আগমন
কুয়াশায় আচ্ছন্ন ছিলো প্রকৃতির মাঠ পান্তর
দারুণ ব্যথায় মা যখন ডুকরে ডুকরে কাঁদছিল
ভূখন্ড আসার জন্য আমি তুমুল বেগে ছুটছিলেম
পা রাখলেম মাটির ছোঁয়ায়
চাঁদ উঠলো পশ্চিম গগণে ,
চাঁদের বয়স দু'দিন ,
আমার বয়স এক সন্ধ্যা ।
নতুন জলে নাওয়ালো আমায়
সুস্বাদু মধু লাগালো জিহ্বায় ।
খানিক পরে মায়ের নিপুল
বা কি দারুণ ,সৃষ্টির স্রষ্টার খেলা
খেলায় খেলায় করে লিলা ,
নূরে মাখা আমার লালাট
গুনে ভরা চেতনা আমায় দিয়ে বললো
নাও এই সব আমার ছিলো ,
দিলেম তোমায় সযত্নে রেখো,
মিশ্রণ হবেনা,
তুমি সৃষ্টির শেষ্ঠ "জীব
কিন্ত্ত ধরায় এসে আমি যে হয়েছি সব হারা
পারলাম না রক্ষা করতে আপন ভিটার খড়কুটা ।