সারাক্ষন কাঁপে থর থর করিয়া
বরাবর ঢাল হয়ে রই
আসল নকল না বুঝে আঁখি মিলন হই
পরেছি ধরা হয়েছি দিশে হারা
কথায় কথায় নীতি কথা ধুই
আমি রবিঠাকুর নই
কিংবা নজরুল নই
তবু কবিতায় লালায়িত হই
লালনের সাথে মনের মিলনের বাসর করি।
সিরাজ সাঁইয়ের প্রাণ বর্গা নিতে চাই
বসত ভিটা পৈতা চিতা জাত কুলমান
এইসব আমার কিছু নাই
আমি লাওয়ারিশ একটি লাশ
পথে প্রান্তরে আমি উড়ে বেড়াই
বসতির কাছে একটু সমাধির জায়গা চাই
এক খান বটবৃক্ষ হবে সমাধির মাটির উপরে
নিঝুম পাতার ছায়া পরবে তার উপরে
পাখিরা সব গুঞ্জন করবে বসে তার ডালে
পথিক বসে ছায়া তলে দেখবে ভবের খেলা
আমি কান পেতে রবো বাতাসের বাঁশি তে
ছাড়বো না মাটির মায়া।