ধর্ম করবো ,নাকি কর্ম করবো
কোনটি ছাড়বো ,কোনটি ধরবো
কর্মে স্বামী সাধন
ধর্মতে প্রভু ভজন ।
আমি মানুষ একজন চিত্ত একখানি
দু,জনার মাঝে আপনাকে কেমনে করি সমর্পন ।
যদি করি উচাটন কিংবা সাধে সাধের সাধন ভজন
একা একা রাত্রি যাপন ,রুগ্ন দেহ মন
তাতে স্বামী আমার নিত্যই রাগ হন
বলেন তোমায় নিয়ে সংসার সম্ভব না ।
প্রভুতে যদি না দেই ধ্যান
অন্ন দানা কিছুই পাবো না
মারবে শোকে মারবে দুঃখে
বলবেন তুমি আমার বান্দা না ,
করি পতি সেবা
বিধাতাকে অঙ্গে জড়িয়ে রাখি
দু,টানা পিরিতে আমি জ্বলে পুড়ে মরি ।