এক ঝাঁক শালিকের কিচির মিচিরে
কলরবে ভাঙ্গল ঘুম
তন্ময় হয়ে শুনছিলাম
চেনা সুরের ভজন
তন্দ্রাচ্ছ  চোখে মহামানচিত্রে
ভেসে উঠল মহামায়ার রূপ
সব সবুজ একেবারে জিওগ্রাফি
সোনামুখি সাপের লাল গা
সোনা দিয়ে বাধাই করা মুখ
শামুকের লোহার মন্ডপ ঘর
যা ভাঙ্গবে না
নদীর কল কল ঢেউয়ে আকাশে ভির করেছে মেঘ
নামবে বুঝি এখনই বৃষ্টি
কলমি লতায় ফুল ,
বকের এক পায়ে দাড়িয়ে থাকা
কাশ বনে শিল্পী তুলি একে যায়
শুভ সকাল।
আমি যেন রাঙ্গা রবির
কুসুম কুসুম কিরন মাখছি আবরনে
ভাঙ্গল ঘুম দেখি জটলা লেগে আছে
ঢাকার শালিক সান সেটে।