হু হু করে কেঁপে ওঠলো বিরহী তৃণ
জড়িয়ে ধরে ললাটে
বইছে মালঞ্চে পশ্চিমা বাতাস নিরাকার
বর্ণবিহীন অলৌকিক স্নিগ্ধ আবেশে পাগল করা অস্তিত্ব
আমার সত্ত্বায় ণীড়ের আলপনা আকাঁ
সেজ্যুতি-নিশুতি-প্রভাতি-দুপুর স্নান চোঁখে উদাসি দৃষ্টি
যন্ত্রণা বঞ্চনা সবই আজ সুমধুর
নিয়েছি অঞ্জলি ভরে ভাগ্যের পরিহাস
সুধার পেয়ালা
যা ছিলো দিয়েছি উজার করে
সোহাগায় ধোয়া আপাদমস্তক
দেহ পল্লবীতে পরমাত্মার খেলা
সুতোয় বাধা ঘুড়ি পবণ আমায় শীতল করেছে
একজনমের তরে ।