পঞ্চ ইন্দ্রিয় যখন এক সাথে স্পন্দনে চমকায়
তখন কি তাদের ডাকে সাড়া না দিয়ে পারি?
দেহপল্লবী ফুল হয়ে ফোটে স্নিগ্ধ কোমল আবেশে,
মালঞ্চ মাঝে মৌ মৌ আবেশ বিরাজ করে
চমকি চমকি স্বর্গের হাওয়া ছুঁয়ে যায় প্রাণ,
ভাবনায় আসে না
কে আমি?আমি কে?
এ কূলে নাকি ও কূলে করছি বাস,তার মাঝে
আচমকা অনুভূতি হয়,
কে যেন রয়েছে আবডালে।
আবেশে আলিঙ্গন করে সহসা আমায়,
আমার প্রেম যা ছোঁয়াচে হয়েছে ধরায়।