মন দে মন দে বলে কত তোষামদি
ভ্রমরের মত ভন ভন করে কত জন
মন কি যথায় তথায় মুকুল হয়ে ফোটে?
চাইলেই দিয়ে দেবো ভক্ষন করতে?
শত শত মন থাকলে করতাম মনের বানিজ্য
মন আছে একজনের পূজায় রত
মন আমার পঞ্চ রসের প্রাণায়ামের এন্টিনা
পরম আত্মার বন্ধু
রনে যাওয়ার ঘোড়া
মন জাহিরি মন বাতিনি
মন মুল্লুকের রাজা
মন দেয়া যায় না যেথা সেথা,
মন মহাজন বিনা।
যে করে মনের কদর
সংযমে জবান বন্ধন
এক কথা এক বাক্য
সে বলে এক জনম
তাকেই মন দিব
জনম জনম।