তুমি যখন আমার বুকে নড়েচড়ে ওঠো
অনুরাগে অশ্রু আমার বাঁধা মানে না তো
আপন অঙ্গে এল রুহু,
বড় মেহমান।।
হেরা গুহা মনে হয় অন্তর পাহাড়
কে আমি কলবে বসে গাই তার গান
মন নদীতে ঢেউ উঠেছে
রুহু মেহমান।।
হুশেরে বেহুশ করো
সুয়ারি তুমি সাজো
তখন বানিজ্যে আমি
হাওয়ার বাড়ি উড়ি।।