উল্লাসে গড়াগড়ি দিচ্ছে ভবন বিলাস লাল কুসুম
তন্দ্রিত মৌনতায় আনন্দ কাঠিগুলো
বৃষ্টির শলা আঁখি থেকে ঝরছে আমার
এক দুই তিন চার-এক দুই তিন চার


বিরহের সুর তোলে আঁখি মুছে দিবা নিশি
এ কোন পোড়া,এ কোন জ্বালা?
যে জ্বলতে জ্বলতেও নিভে না
যে পোড়া ছাই হয়েও পোড়ায়
তৃষিত নয়ন নিদ্রামগ্ন সপ্ন জগতে পোড়ায়
পোড়ায় আষাঢ়ে,পোড়ায় শ্রাবণে
পোড়ায় হৈমন্তির পূর্ণিমার চন্দ্রিমায়
পোড়ায় সকালে পোড়ায় দুপুরে
আশায় পোড়ায় নিরাশায়ও পোড়ায়
যেমন সর্বক্ষন শালবনে আগুন দাউ দাউ
এমন আগুন কি কোথাও নাই
যে আগুনে অনুভূতি পুড়ে হবে ছাই।