জীবনের ইতিকথার যদি ইতিহতো তাহলে
একটি কবিতাই লিখতাম
তোমার চরণ তলায় হোক সমাধি আমার
শূণ্য হাতটুকু ছুঁয়ে পূর্ণ করে দিতে যদি
আরেকটি গীতি কবিতা হতো স্বরলিপি
দিতেম উৎসর্গ করে সবিতা আমার
মহামায়ার শ্রোতধারা স্ত্রী পুংলি্ঙ্গের দোসর রপ
বিদ্যুৎ চমকে উঠতো তোমার মাঝে আমার
আমি যখন তোমার অস্তিত্বে মায়ার জাল ফেলি
তখন তুমি আমার কাঁচের হৃদয়ে প্রবেশ করো
তোমার উষ্ণ পরশ পেয়ে রুনু ঝুনু
বেজে উঠে সারা দেহে সব লাল কোষ
পপি পাপড়ী লাল পানি ছুই নাকো
তবু হই টাল
তখন শুধু তুমিই কর আমার কাঁচ ঘরে বসবাস।