বিশ্ববাসি কে জানিয়ে দিতে চাই
আমি স্বচোখে দেখেছি তোমায়।
সর্বত্র বিরাজমান তোমার নূরের লেলিহান শিখা,
তাই আমি চিরউন্মাদ পাগলা সানাই।
পাখির গুন্ঞ্জনে দেখেছি,
ফুলের সৌরভে দেখেছি,
প্রেমের আলিঙ্গনে দেখেছি,
বিরহের হাহাকারে দেখেছি,
বলো কোথায় নেই তুমি?
আমি তোমায় আকারেও পাই
নিরাকারেও পাই।
তোমার বিরহে পুড়ে হয়েছি ছাই
সর্ব অঙ্গে বিষের বাঁশি।
দিয়েছি  ঢেলে
জনম গেলেও হু আহা,
কাছে তুমি থাকো
তবু আমি একা।
রুগ্ন দেহ লান্ঞ্চনা বন্ঞ্চনা
অনটনের নকশি কাঁথায়
রেখেছো ঢেকে।
আছো আমারি মাঝে।