বিষাক্ত কাল নাগের দংশনের চেয়েও
শতকোটি গুণ তীব্র
তোমার বিরহ ছোবল
তুমি কি ?
কেন এতো তীব্র বিষাদ তোমার প্রতিবেদন
আবার তোমার করুণায় নরক হয়ে যায় গুলবাগ
নাগের বিষ হয়ে যায় সুধা
আমি পান করেছি ঢের ,তাই তো মাতাল
উত্তাল তরঙ্গে নাচে প্রাণ নিজেকে দেখি রাজা
সবাই আমার প্রজা কেউ নেই আমার সাথে করিবে রণ