জাকারিয়া আনসারী


শ্যাম যে দাঁড়ালো তৃবঙ্গে বিদায় বেলা,
আঁখি যে তার কালবৈশাখী।
দেহ প্রশান্ত সাগর,
নব যৌবন বলে বিনোদিনী।
থাকোনা আর একটুক্ষন,
তুমি যে আমার আরাধনার মুরুলি।
তোমার বিরহে তানপুরায়,
মধুর মিলন সুর বাজে।
তোমার প্রতিচ্ছবি,
অনুরাগে আঁচল ধরে রাখে,
সে রাগের রাগিনী বড্ড হৃদয় বিদায়ক।
বড় একা লাগে, থাকোনা আরও একটুক্ষন বিনোদিনী;
বুকে যে প্রেমের নহর বহে।

  উৎসর্গ-বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম
যাকে ২০০৬সালে সরাসরি দেখা হয়ে কথাবলার পরই
কবিতা টি লিখেছিলাম তাই কবিতা তাঁকেই উৎসর্গ করলাম।