হিমেল ছোয়া সঙ্গে নিয়ে,
অঙ্গিকার লালন করি।
বাউল একজন মনের গহিনে,
সে তবু লক্ষ যোজক দূরে,
যথারীতি বদ্ধ তালা,নিখোঁজ এখনও।
অনুভূতিতে আক্রান্ত উদাসীন ধূসর ছায়ায়।
আমার এ প্রেম কাহিনির,
লায়লা-লায়লা আকাশে বাতাসে।
মাটি,ছায়া,মেঘ সবখানটায় কাছে ডাকে,
আমি মিশে থাকি তাদের সাথে।
অট্টালিকায় হ্যালান দেই না,
শিশিরে স্নান সারি,
বাতাস ভক্ষন করি।
ভাঙ্গা মনের টুকরো টুকরো অংশ নিয়ে,
হৃদয় সাগরে প্রবাল গড়ি।