আজ বহুদিন পর দেখা দু'জনাতে
লাজুক পিয়ারি চোখ দুটি,
আকুল হয়ে তাকিয়েছিলো তোমার দিকে।
তুমি ভাবতেও পারবে না আমি তোমায়,
কত ভালবাসি।
একজন প্রেমিকার কাছে,
প্রিয়ার অনুপস্থিতি যেমন উদাসময়,
ঠিক তেমনি তোমায় ছেড়ে থাকতে;
এমন শূন্যতা বিরাজ করে আমার।
ভবঘুরে জীবন মোর স্বর্ণলতার ছাউনি,
জীবন নামের জীবিকাটা নিয়ে,
কত সন্ধি এঁকেছি।
ব্যাস্ততায় গ্রাস করে দিন ,
নিন্দে কাটাই নিশি।
ফুরসৎ পাইলেই পিঞ্জিরার পাখির মতো,
ঠোকরে কাটি তার।
কিন্তু ফাঁকি দিয়ে যাবো কোথায়?
শিকড় জমেছে জীবন্ত জীবিকায়।