অগণিত বার আত্যহত্যা করেছি
ধ্বংস করি নাই,
আমার এই মানব গ্রহটি।
ভীষন রহস্যময় এই মানব গ্রহ,
পঞ্চইন্দ্রিয় ভারসাম্য আবিষ্কারের নেশা।
পার্ট-পার্ট,
দুঃখ-কষ্ট-দুর্ভিক্ষ,
নিম্নচাপ প্লাবন আমৃত্যুর দৈর্ঘ্যে,
গ্রহনের কালে যখন আমি,
তীব্র হই যে নির্ণয়ে,
তখন আমি যমজ আগুনে জ্বলে উঠি।
ইচ্ছে থেকে বিদায় করি,
চিরতরে তাকে,
হত্যা করি গলাটিপে।
আমি আমার কেন্দ্রে ,
স্বাভাবিক নিয়মে,
ধৈর্যকে সাথি করে;
ইচ্ছের রাজত্বে।
ভেসে বেড়াই মহাকালের বুকে,
আপন বৃত্তে অন্তহীন একা।