কবিতা চুরি করতেই পারে ,
এটা চোরের স্বভাব
কবির কবিত্ব চুরি করুক ,
চোর হোক বিনয়ী ,মসলিন-মুলায়েম ।
হোক-সত্য-বাদী হোক সহনশীল -হোক বিদ্রোহী -হোক মহাপ্রেমিক
চোরেরও কবিত্ব আসবে হয়তোবা
পথটি তো কবিতা চুরির লোভ
ভালবাসে কবিতা  কে ,
তাই তো করে চুরি
নয় প্রেমিক বা প্রেমিকার দৃষ্টি আকর্ষন ,
হায়- মানুষ ,
যখন বুঝতে পারি আমার কবিতার লাইন হুবুহু
নিয়ে অপরজন লিখেন গীতি মালঞ্চ
তখন কষ্ট পাই ,
হৃদয় পোড়া ছাইও মানুষ চুরি করে ?
মনে হয় ওরা অবুঝ
নয় মানুষের বেদনার বোঝা বয় কেন ?