পৃথিবীতে এতো শ্রেণীভেদ কেন?
স্বর্গে তো শ্রেণীভেদ নেই।
পৃথিবীতে এতো শাসন- শোষন কেন?
স্বর্গে তো শাসন- শোষন নেই।
এসো গো প্রাণের মানুষ গন,
শ্রেণী ভেদাভেদ হতে বিরত থাকি,
সিয়াম সাধনায় মগ্ন থাকি।
সালাত কায়েম করি;
মিথ্যা কথা বর্জন করি।
মহাকাশের দূর দিগন্তে ভ্রমনে যাই,
মন তরী নিয়ে;
মাটির এই গ্রহটাকে গড়ি স্বর্গপুরি।