তুমি যেমন রক্ত শোষা
জীবনে সবটুকুন সময় তোমায় দিলাম
তবু তুমি সন্তুষ্ট না কেন?
আমাকে ঘুমাতে দেখলে ,
তুমি ক্ষৃপ্ত হও।
অতন্ত্র প্রহরিই দেখতে চাও তোমার সীমানায়,
কেন হে বৎস?
আমি কি রক্ত মাংসের নই?
আমার কি ঘুমের ঘরে অতীত ভ্রমণ হয় না?
থাকতে যখন আমার সুখ চাও না,
আমাকে অনেক বড় দেখতে চাও না,
মরার পরে আমার সাথে ,
দেখা কোরো না।
আমি আর তখন,
তোমার কেউ থাকবো না।


ইতি
আমায় কেউ খুঁজো না