চাঁদের মতো মায়াবী
জোছনার ছোঁয়া দিলে নক্ষত্রের রাত্রি
প্রেমের পবন হয়ে বাজালে মুরলি
গা ভেসে ঝরছে ভালবাসার শিশির
উষ্ণতার স্নান সেরে
স্নেহ গোলায় হামাগুড়ি দিয়ে
দাড়িয়েছি দুয়ারে
কখন পাঁজর মিনারে পাঁজর ছোঁয়াবে
হিল্লোলে ঝিরিঝিরি ঝংকার ওঠে মনুষ্যত্বের মোকামে
আত্মপ্রত্যয়ে মীমাংসিত মাদুর পেতেছি
প্রেমার্থে বসবে তুমি লগনে
মহা ভাবনার মহা আকাশ যদিও অনেক দূরে
এক পলকে  ছোঁয়া যায় তাকে সীমানা পেরিয়ে
চুম্বক জাতক দুটি মন পাথর
একে অপরকে বাঁশে জালে নৈকট্যে ঝরাবে
মানবতার হুশ আসবে সহজাত দুটি
অধরা অদেখা প্রাণায়াম অঙ্গনে
এক বাণী সর্বধ্বনি সর্ব মানুষের মিনারে
"লাভ ইজ হ্যাভেন হ্যাভেন ইজ লাভ"
প্রনয়ের আগুন জ্বলবে দ্বিগুন
হিয়ার বসত বাড়ি
স্বর্গের প্রদীপ জ্বালাবো বাসরে
সিঁথির সাধ মিটাবো সিঁদুরে
নাকফুল নাকে কর্নদুল প্রেমপাশা
রেশমি লাল এক মুঠো চুড়ি
নাড়াচাড়া মাঝে ঝিনিক ঝিনিক বাজবে
কাঙ্ক্ষিত প্রথম দেহযাত্রায়
কান্ডারি ধরবে মহা প্রেমের অলৌকিক বাতাস।