নিতাই বাবু,
এত সহজে ভুলে গেলে নিন্দা রানীর কথা।
তোমার প্রেমের কসম ছিল,
ডেডবডিও আমার থাকবে।
মিশরের পিরামিডের ,
আর একটি স্মৃতি কথা,
তোমার আমার প্রেম কাহিনী নিয়ে।
কোথায় নিতাই বাবু?
তোমার স্মৃতির উদ্যান।
ভেঙ্গে মুচড়ে ,
উপড়ে নিয়ে  গেলে,
মাধবিলতার জড়।
তোমার সোনালি মলাটের নিচে,
মুখোশধারির রূপ ছিল।
যে রূপ দেখিয়ে ,
আমায় নিংড়ে নিয়েছো।
নিতাই বাবু স্বপথের আঙ্গিনায়,
আজও ফুল চন্দন নিয়ে,
প্রতিমা রূপে দাড়িয়ে আছি।
আমি তো ভুলে যেতে পারি না,
তোমার হাসিমাখা,
অফুরন্ত বাক্য প্রণালী মুখমন্ডল।