আমি গৌতম বৌদ্ধ'র মত
আসন পেতে বসে থাকি
বাতাস যেন এসে


জাপটে ধরে গায় ,
আর নিশি রাত বিটঘুটে আধার
দমকা হাওয়া এই দুটিই
এখন সম্বল আমার
অন্ততঃ এতটুকু নীরব নিথর হয়ে
আপন মনে পাথর সম হতে পেড়েছি !
মনের গহীনে অশ্রুসিক্ত অতীত
জলাশয় ঢেউ তোলে ।