এসো ভাই শ্রমিক মজুর কৃষক
জেলে কামার তাঁতী
আমরা মুষ্টিবদ্ধ হই
আজ দিন বদলের দিন এসেছে
এসো কাজে কথায় এক করে
অধিকারের কথা বলি
এসো হাঁটি পথ খুঁজি
মুক্তির পথে একদিন হবে শুভ সকাল
এসো পুঁজিবাদীর ভান্ডারে দেই হাঁক
বিনয় করে বলি খোদার দুনিয়া
দান করেছিলো সব মানুষেরে
তোমরা কেন ভাই শোষন করছো?
আমাদের অধিকারের
দাবি নিয়ে সংসদে যাই
মহামান্য স্পীকার ফ্লোর দিলে
বলবো বাঁচতে চাই আর দশ জনের মতন
প্রাইমারীর মতো স্নাতক কলেজ চাই
গোলামীর রদবদল করতে চাই
আমার সন্তান যেনো
গোলামের ঘরের গোলাম,শ্রমিকের ঘরের শ্রমিক
মজুরের ঘরের মজুর থেকে মুক্তি পায়
যদি এই দাবির রায় না হয়
তাহলে চলবে আমাদের এই স্লোগান


"কেউ খাবে তো কেউ খাবে না
তা হবে না তা হবে না"