তুমি যখন অবহেলা করে বলে উঠো,
আরে মেয়ে মানুষ!
আমি না খুবই অবাক হই।
কোথায় সাগর? কোথায় মরুভূমি? তুমি যদি জানতে।
তোমার নাই কিছু বোঝার অনুভূতি,
আমি নারী বলেই তো তুমি পুরুষ।
তুমি আঁধার বলেই তো আমি সন্ধ্যা প্রদীপ,
জানি না তুমি কখন বুঝবে?
আমি যে প্রতিমার রূপ।
মাকে দেখে কি কখনো শেখোনি?
নবরত্নের ভান্ডার কোথায়?
কে বা কারা ফুলে-ফুলে ভরিয়ে দিলো,
পৃথিবীর কানন,
আর তুমি হয়ে গেলে ওলির ভ্রমর।