হে পরুষ ,বিধাতার পরম আত্মীয় রূপের কারিশ্ম দেখে ,
স্পন্দন এলো তারুণ্যে
ঘুমন্ত  লীলাভূমিতে পুষ্পের মৌ
বারতায় নতুন সূর্য উঠলো
যেমন অধরা মিলন মুকুট ।
স্বপ্নের অট্টালিকায় বাসর সাজাও
ছুঁতে গেলে ঝরে যাও ,
নিশুতি প্রহরে লুকোচুরি খেলো ।
সোনায় মোড়া আমি মরীচিকা নই
কাঁদবো জনম জনম হব অনির্বাণ
তুমি আর আমি দুটি মানব গ্রহ
আবিষ্কারের মহাশিল্পে মহাকারুকাজে
পর্যবক্ষণ করবো আমি তোমায় তুমি আমায় ,
মহা শক্তি হবে মহা খুশি
আমরা দুজন হবো একাকার ,
হে প্রেমিক জানাই সালাম ।