ভগ্ন বক্ষে অনির্বাণ শিখা
জ্বলছে তো জ্বলছে।
নয় কোন তছনছ,
নয় ছলচাতুরি।
সে জ্বলবেই পিরিতি কুটায় প্রহরী হয়ে,
লোকে কি জানে জ্বলন্ত বেদনার ঘাত?
পুড়ে হিয়া ছারখার জানে না দেহ,
কে করবে কার খবরদারী?
আমি তো জানি,
আমার ভগ্নবক্ষের ,
ফাটা বেয়ে আজও ঝরছে মরা খুন।
কে ভাঙ্গলো বক্ষ আমার?
তীর বিহীন যন্ত্র দিয়ে।
ঈশ্বর থাকে যদি এই মহিমাতে,
বিচার রেখেছি ঈশ্বরে তাই,
আমার চিতা পোড়া ছাই;
তোমার ললাটে লাগাবে,
বিচার আমি চাই।