আমার সবই গেলো গোল্লাতে
আমার সবই গেলো গোল্লায়,
হাত বারালে কিছু পাবো,
সেটুকু নাই গো মল্লায়,
আমার সবই গেলো গোল্লায়।
লাভ না হলে;
হলো না ক্ষতি।
তাও মানা যায় বিরতি,
তুলে-মূলে সব হারালো,
শেকর রাখা দায়!
আমার সবই গেলো গোল্লাতে,
আমার সবই গেলো গোল্লায়।