দিনের প্রথম প্রহর
প্রফুল্লতার বার্তা,
কল-কাকলীর রব,
সবুজ সমারোহ।
শান্তি খুঁজি স্বস্তি খুঁজি,
কুসুমের মত সূর্য!
কুয়াশা ধোয়া -ধোয়া হিমেল হাওয়া।
তন্ময়ে ভরে উঠে বর্ণাঢ্য রূপে,
নিশুথি রাতের মানুষ।
নির্জন প্রহরে রহস্যমোড়ক খুলে,
ভালোবাসা মিলন শৈল্পিক মহাকারুকাজ।
সৃষ্টির নেশায় স্বর্গ সুখ,
দৃশ্যকেন্দ্রে কৃতদাস;
নিকোষ কালো অন্ধকার ,
আলোকিত হই মহা আনন্দে;
ভালোবাসি ভাসতেই থাকি,
ভালোবাসার মহাশিল্পকে।
যে ভালোবাসা আমাকে ,
ভালোবাসার অনুভূতি দিলো-
এক বিন্দু নূর।