নিশিলতা
দুঃখী জাহিদ
আজ নাকি তোমার ভরা ডিঙিতে পাল উঠেছে
শান্ত সাগর নাকি হালকা ঠেউয়ের মাতম তুলেছে
শীতের হিমেল হাওয়ায় নাকি চোখে ঘোর লেগেছে
আমি না প্রকৃতি আমায় উদাস মনে বলে গিয়েছে ।
সপ্ত সাগরের যে নিরব কান্না সব নাকি আমার চোখে
বলার শক্তি কি আছে তোমার ? কিছু আসবে কি মুখে
দুঃখ করিনা ভালো থেকো তুমি ,অনেক বেশি সুখে
কাঁদছি না তো , প্রকৃতি কাঁদছে আমার দুঃখে ।