কালো মেয়ের বিয়ে
- জাহিদুল ইসলাম


১.
নুকোল পাড়ার ,কালো মেয়েটার নাকি কাল বিয়ে
কালো রংয়ের কারণে, নাকি তাঁর, নাক পুড়েছে
ওমা, এমন কালো মেয়ে ,বাড়ি এমনি যাবে নিয়ে
বাবা দেড় বুরি স্বর্ণ ,আর আড়াই লাখ না দিলেই নয়
ছেলের বাবা নামাজি বটে ,সুদটা একটু বেশি খায়
এইবেলা এসে কালো মেয়ে ,এমনিতে কি ছাড়া যায়
না গো বাপু, এর কম হলে আমি নাই, তবে এলাম বটে।


২.
উকিল সাহেব ডাক পাড়লেন,আরে থামো না বাপু
তুমি যা চাও তাই হবে,দরকার হলে আরো বেশি দেবো
কালো মেয়ে হাসে আর কাঁদে ,তাঁর নাকি হবে বিয়ে
কে করিবে ছাঁই ,পুরুষ মানুষ এরা তো ,সুন্দরের পূজারী
ওদিকে দেনাপাওনার হিসেব শেষ, পবিত্র শুক্রবারই বেশ।


৩.
আমরা সরকারের হাঁক ডাক শুনি যৌতুক নাকি অন্যায়
কই বাপু ,কেউ বলে নাতো কালো মেয়ের বিয়েতে ,এটা অন্যায়
আমরা দেখি এবং সহ্য করি ,নির্বাক হয়ে বসে থাকি
আর দূর থেকে কারো, চোখের জলের সরাব পান করি।


৪.
বিষয়াদি সব শেষ করে, মাত্র পঁচাশি হাজার কুঁড়ি টাকা হলো
বিয়ে ছাড়া সবকিছুই, পণের মাত্রায় গেলো, তব হলো নাতো
বিয়ের দিনক্ষণ যে চলে এলো বলে আর কি আছে বাকি
সবকিছু দেখে আর চেয়ে থাকে কিচ্ছু বলে না মুখে
কি করিবো আর হাত পা শুকিয়ে যাচ্ছে বিয়ের সুখে ।


৫.
বিয়ের মাত্র একদিন বাকি ,কি যে এলো মেয়ের মনে
পণের টাকা না ছাই, হলো না, মিলন হবে কি তাঁর সনে
হলদের দিনে, কনে সাজিয়া, বিয়েটা করলো সে কার সনে
চারদিক অন্ধকার, আর চিৎকারের আওয়াজ, পড়ছে মনে
কালো মেয়ের বিয়ে হলো, কিন্তু কোন পুরুষের সাথে নয়
স্বয়ং ভগবান ঈশ্বর বিধাতার, কাল্পনিক দূতের সনে।