জলশূন্যতা
দুঃখী জাহিদ
আমার চোখের জলদস্যর মৃত্যু হয়েছে বহু আগেই,
শত দুঃখের মাঝেও চোখ কাঁদে না তাঁর জমিন ফাঁটা,
প্রিয়তমার অবহেলায় ঠোঁট ফেটে অট্টহাসি পায়,
কাছের মানুষের মৃত্যু সংবাদে কিছুটা মলিন হয় মুখ,
কারণ বহু আগেই আমার চোখের জলবায়ু পরিবর্তন হয়েছে।
বহুদূর থেকে যে আগুন ছিটকে পড়ছে দেহে,
অভিশাপ নগরীর প্রাণী যে আমাকে বানিয়ে দিয়েছে,
তাঁর জন্য আমার চোখে একফোঁটা জলের আগুন নেই,
কারণ বহুমাত্রিক ভাবেই আমার চোখে জলের শূন্যতা দেখা দিয়েছে।