বিশাল জনস্রোতে প্লাবিত ময়দান।
মঞ্চের চারিদিকে;উড়ন্ত পতাকা।
বড় বড় ব্যানারে তোমার প্রতিচ্ছবি।
মঞ্চের মধ্যে উঠে এসেছিলে তুমি!
দিব্যকান্তি, সুদর্শন, দীর্ঘদেহী, উদিয়মান নেতা।
উচ্ছাসে-আনন্দে, আশাতুর জনতা,
তোমার জয়ধ্বনীতে ঊন্মাদ হয়েছিল।
পুষ্পস্তবক আর অনুরাগীদের ফুলমাল্যে সুশোভিত।
করজোড়ে, নতমস্তকে উপস্থিত জনতাকে অভিনন্দন।
ক্ষনিক 'পরে মাইক্রোফোণে তোমার দৃঢ় কন্ঠস্বর,
" বন্ধুগণ! ........."
উল্লোসিত জনরোল স্তব্ধ।
নির্বাক জনতা, প্রত্যয়ের দৃষ্টিতে,
নিগুঢ় প্রত্যয়ে, তোমার অধিভাষন শুনছিল।
শাসকদলের প্রতি তর্জনী তুলে, বার বার
কটাক্ষ করছিলে, ব্যঞ্জার্থক ভাষায়।
পরিশেষে বলেছিলে," বন্ধুগণ!
আমাদের দাবী মানতে হবে।"
কিসের দাবী! কার দাবী! কোন দাবী!
কে !ক'বে মেনে নিয়েছে কার দাবী!
পিতা- সন্তানের? সাবলম্বী সন্তান,মাতা- পিতার?
মালিক- কর্মচারীদের? না জমিনদার,খেত-মজুরদের!
যদিও কেউ মেনেছে, তাও অনেক বড়
সংঘর্ষ বা সংগ্রামের পর।


আজ তুমি শাসকদলের মধ্যমণি।
অনেক পরিবর্তনের কথা বলেছিলে তুমি।
প্রগতির রথ মন্থর আজ,ভ্রষ্টাচার বদলে নিয়েছে রং
আজও দেখি, নিরন্ন মানুষের হাহাকার।
কৃষকের আত্মহত্যার খবর, খবরের কাগজের পাতায় পাতায়।
প্রত্যশার সার্টিফিকেট হাতে নিয়ে,
চাকরীর লম্বা লাইনে দাঁড়িয়ে হতাশাগ্রস্থ যুবকের দল।
এটাই কি দাবী মেটানোর রাজনীতি!
নাকি ভুলের পুনরাবৃত্তি!