কবিতা:- সুখের দিনে অসুখ
কবি:- মনোজ ভৌমিক

সুখের দিনে দু:খ যখন হঠাৎ নামে রে ভাই,
জীবন তখন আকুল পাথার,কূলকিনারা নাই।

বলে যে এ মন,কি চেয়েছি, কি যে পেলাম ভাই!
এমন তর নিঠুর খেলা, খেললি  কেন সাই?

জীবন মাঝে এমনি সুখের ভেলা যখন ভাসে,
দু:খ নদীর ধারা তখন,দিস না কারেও এসে।

বুক ফাটে তো, মুখ ফোটে না,বলি কারে ওরে
দুই নয়নে পাগলপারা অঝোর ধারায় ঝরে।

সুখের পরশ গায়ে মেখে,দু:খ নদীর দেশে,
কে যেতে চায় বলনা ওরে,দু:খকে ভালোবেসে!

সুখের দিনে আপন হারা কেউ যদি হয় ওরে,
বলতে পারিস সে ব্যথা সে সইবে কেমন করে?

সবাই জানে আলোর পরেই অন্ধকার নেমে আসে,
হঠাৎ গ্রহণ লাগলে আলোয়,কে তারে ভালোবাসে?

বুকের মধ্য পাথর দিয়ে সইতে হয় যে সকল ব্যথা,
নিজের মনেই কাঁদে সে যে ভেবে সকল স্মৃতি কথা।