ঈশান কোনে কালবৈশাখীর রূপরেখা তৈরি।
আকাশের আলো নিভে এসেছে
কুজ্ঝটিকায় ব্যাপ্ত চারিধার।
দু'টি মেঘ, বড় কাছা কাছি
সুপ্ত উন্মাদনায় ক্রমশ অধীর।
মিলনের সলজ্জ চাহুনি
কামনার আগুনে প্রজ্জ্বলিত।
ছেড়া-কাটা হাওয়া গুলি
মেঘেদের উষ্ণ চুম্বনে, বিজুলির চমকে
হারিয়ে যেতে উদগ্রীব।
এখন শুধু গভীর স্পর্শানুভূতির আকুতি।
আচমকা দমকা হাওয়া
ছুটে এসেছে উন্মত্ত গতিতে।
ঘন ঘন শ্বাসে-প্রশ্বাসে, মহাপ্রলয়ের সম্ভবনা।
আজ আদিম নগ্নতার মহারণে
আলিঙ্গনের শেষ আবেষ্ঠনে- নিথর।
ক্রমস শ্লথ হয়ে আসে বাতাসের বেগ।
মেঘেদের দেহ থেকে টপ টপ করে
ঝরে পড়ছে সৃষ্টির অমৃতধারা।
রিক্তা ধরিত্রী পরিতৃপ্তির অনন্ত খুশিতে
ঊন্মুক্ত করেছে নিজেকে।
চোখে মুখে আজ তার সজীবতার নির্মল প্রকাশ।