কবিতাঃ- শপথ নেওয়ার পালা
✍️ মনোজ ভৌমিক


সময়ের শত রোগ
বড় বেশি দুর্ভোগ,
প্রাণ করে হাসফাস
নেই সেই উচ্ছাস।


সকাল দুপুর সাঁঝ
একটাই শুধু কাজ,
চিবোই নিয়ম করে
ঔষধের পাতা ছিঁড়ে!


ব্যস্ত এ সময়টাকে
একটু পিছনে রেখে,
সকাল সকাল ভাই
যোগ যোগ যোগ চাই।


বয়সটা যাই হোক
থাকবে না রোগ শোক,
শপথ নেওয়ার পালা
যোগেই মেটাবো জ্বালা।