একদিন তুমি তৃষ্ণার্ত চাতকের মত
সারা পৃথিবীময় গলা ফাটাবে-
এতটুকু পিয়াসী জলের জন্য।
আজ যেমন বার্দ্ধক্য হয়েছে পিয়াসী
এক-চিলতে ভালোবাসার জন্য।


সযত্নে যে চারাগাছটি পুঁতে ছিলে,
বড় হতেই, কাঠুরিয়ার হাতে বেচে দিলে
মোটা অঙ্কের মূল্যে।
ভাবোনি একবারও তুমি!
রিক্ত-শূণ্য জীবন, আরও পিয়াসী হয়ে উঠবে!
মরিচিকার প্রান্তরে দাঁড়িয়ে-এইভাবে হাহাকার করবে!


আজ শুধু, অসীম শূণ্যের পানে চেয়ে আছো!
নয়নের নোনা জল শুকিয়ে ফেলছো।
দেহের চামড়া গুলো যেন কুঁচকে উঠেছে,
শুকনো হাড়-পালা গুলো সব বেরিয়ে পড়েছে,
শুধু এক ফোঁটা বৃষ্টির জন্য।