কবিতাঃ- রক্তের রঙ যদি সাদা হোত
✍️ মনোজ ভৌমিক


দেহের রক্তের রঙ যদি সাদা হোত,
তাহলে হয়তো মানুষের দর্শনটাই বদলে যেত!
জেনেটিক্স স্টাকচারটাই হয়তো পরিবর্তিত হোত!!
এর সাথে হয়তো পৃথিবীর মানচিত্রটাই বদলে যেত!


লাল রক্তে, যে উন্মাদনা ও প্রতিহিংসা ছড়িয়ে পড়ে,
হয়তো তা নিষ্প্রভ হয়ে যেত!
সাদা রক্তের স্রোত বহে এলে
হয়তো মিছিলে মিছিলে শান্তির জনরোল আন্দোলিত হোত!!


একবার ভেবে দেখো, গোলাপের রঙ যদি
লাল না হোত;
প্রেমের স্পন্দন হয়তো এত দুর্নিবার না হয়ে
বিরহের আগুনে নিজকে জ্বালিয়ে পুড়িয়ে
নিঃশেষ করে ফেলতো!


যদি, লাল রঙের সিঁদুর রাঙা মেঘটা
পশ্চিম আকাশটাকে ঢেকে না দিত
তাহলে কী কালবৈশাখীর ধ্বংসের উন্মাদনা
ধরনীর বুকে নেমে আসতো?


রক্তের রঙ যদি সাদা হোত!
পৃথিবীর সমস্ত বিষাণু, বারুদ
হয়ত কোমল মাটিকে শান্তি দিত!!
সমুদ্রের সুনামি হয়ত থেমে যেত,
বেঁচে যেত অজস্র জলজ প্রাণ।
কিংবা, অকালে ঝরে যেত না
গাছেদের কোমল হৃদয় ,
অক্সিজেনের হতো না অপচয়।


যে পায়রাটা সাদা রঙের
তার দিকে তাকিয়ে দেখো,
উত্তর পেলেও হয়তো পেতে পারো!