কবিতাঃ- রবীন্দ্রনাথ আজও হেঁটে চলেছেন
✍️ মনোজ ভৌমিক


ভেবে দেখো,একদিন এই মাটিতে
রবীন্দ্রনাথ জন্মেছিলেন!
ঐ দেখো, বিলুপ্ত জলাশয়...
হারিয়ে যাওয়া লম্বা তাল গাছের পূর্ব-সূরী...
নিশ্চিহ্ন রিক্ত ঝুরি বট...
সেদিন তার একাকিত্বের সঙ্গী ছিল!


আজও দেখি গভীর চাঁদনী রাতে
প্রেমের আবেশে-রবীন্দ্রনাথ কথা বলেন!
দেখবে তুমি আনমনে পদ্মা-ভাগীরথীর কিনারে
নৌকায় মাঝি-মল্লাদের গানের সুরে,
ব্যস্ত শিলাইদহে কান পেতো বাউলের কথাতে-
যদি হিন্দুস্থানী টপ্পাঙ্গের সুর বাজে কোনো খানে!
দেখবে একবার ফিরে-
রবীন্দ্রনাথ আজও বেঁচে আছেন গানে গানে...


দেখবে তুমি, "ছোটো নদী" পার হতে গিয়ে
"আষাঢ়ের" কালোমেঘে সিক্ত "অভিসারে"
"শিউলির ডাল" বেয়ে
"মালতিলতায়" খোঁজ নিয়ে
অশোক- কিংশুক -পলাশদের রঙে মন রাঙিয়ে
"অনন্ত প্রেমের" খুশিতে রবীন্দ্রনাথ হেঁটে চলেছেন...


ঐ প্রসস্থ রাজপথ,
জনবহুল ব্যস্ততাময় শহরের বুক চিরে
"১৪০০ সাল" হাতে নিয়ে
রবীন্দ্রনাথ আজও হেঁটে চলেছেন...অনন্তের পথে...