একঘর আকাশটাকে দেখলাম!
তোমার মনের জানালা দিয়ে।
ছেড়াকাটা মেঘগুলির মধ্যে,
একমুঠো ফাগুন হাওয়া ছেড়ে দিলাম।
ছিন্ন-ভিন্ন বিছানা পত্র,
টেবিল-চেয়ারের পানে চেয়ে রয়।


নিরাশার করুন দৃষ্টিতে তাকিয়ে আছে...
রান্না ঘরের বাসন-কোষন!
দেওয়ালের রন্ধে রন্ধে...
পশ্চিমী কালোমেঘের দলা!


তোমার চোখে কালবৈশাখীর ঘন ছায়া!
পুরাতন বিবর্ণ চিত্রপট গুলি দোলা খাচ্ছে...
পেরেক থেকে খসে না পড়ার তীব্র তিতিক্ষা।


নর্দমা থেকে দৌড়ে আসা নেংটি ইঁদুরটা...
বলে গেলো, সম্ভাব্য উলট-ফের।