এমনি ক'রে, গা দুলিয়ে, হঠাত্ কেন এলি!
না ফোন, না ম্যাসেজ, এমনটি কেন করলি?
জানিস না কি, সকাল বেলা, অফিস যাবো আমি!
হবে যে অনেক দেরি!


কাজল কালো চোখে, মুখটি তোর ভারি কেন লাগে?
পায়ের নূপুর বাজালি কেন? উঠবো এবার রেগে।
জানিস না কি? বেতন কাটবে,না গেলে আজ কাজে।


যখন তখন আনাগোনা, লোক চক্ষে লাগে।
মেয়েটা যে কলেজ গেছে, ছেলেটি ইস্কুলে।
বৌটি আমার রাগের ঘোরে,ব্যালকোণিতে ছোটে।
মাথার 'পরে সতীন যে তোর, বসবো কেমন করে!
সন্ধ্যাবেলা ফ্রি থাকবো, আসিস তুই সেজে।
গল্প হবে, গান গাইবো, কবিতা লিখবো, ভাববো তোকে নিয়ে!


তখন  কিন্তু বলবিনা তুই," এক্ষুনি যাই চলে।"
বলবি না তুই," বয়েই গেছে, কি হবে প্রেম করে?"
তুই বললি,দেখ না চেয়ে, আমায় ঘিরে নাচছে কত ফ্যান!
তুই বেচারা রাগিস কেন? দেখনা দিয়ে ধ্যান।
আমি বৃষ্টি, ইচ্ছেধারী, বুঝি না ও কে তাকে!
এমনি করেই নাচি আমি, যখন যাদের মনে লাগে।
সন্ধ্যাবেলা? নাই ঠিকানা, বাই...


আর কটা দিন, বুঝবি পরে, কাঁদবি মনে, করবি হায়! হায়!
চেঁচিয়ে বলবি," আয় বৃষ্টি আয়!"
আমি তখন তেপান্তরে, তাদের প্রেমে!
ম্যাসেজ দেবো," সবুর কর, আসবো সময় করে।"