সে বসন্ত কেমন হত!
যে বসন্তে,আমি যদি একবার
ফিরে পেতাম তোমাকে!
ঐ নীল দিঘীর পাড়ে,
কৃষ্ণচুড়ার তলে, সন্ধ্যাকালে।
সমস্ত জগত্সংসার ভুলে,
আবার বসতে আমার পাশে
তিনটি দশক 'পরে।


চেয়ে থাকতাম আমরা দুজনে,
দু'জনের চোখেতে!
গভীর জলাশয়ে, মরাল-মরালী
যেমন চেয়ে থাকে দু'জনের পানে
গভীর আবেশে!
যে চাউনিতে  ডুবে যাবে
আকাশের সব চাঁদ-তারা
প্রগাঢ় অন্ধকারে।


তুমি- আমি আর আমাদের নয়নতারা
জেগে রবে, কবিতার গভীর নিশুতি রাতে
প্রেমময় মনের বিছানাতে।
চলো, আর একবার ভেসে যাই
স্বপ্নের ভেলায় চড়ে,
"অনন্ত প্রেমের" জোয়ারে
তিনটি দশক 'পরে।