ওরা কারা! তোমার বাড়ীর অঙ্গনে
সজনে গাছটির নীচে!
কালো কুচকুচে, বিষাক্ত কাঁটায় ভরা।
ক্যাটারপিলারের মতো,
স্যাঁত স্যাঁতে মাটির বুক চিরে
ধেয়ে আসছে তোমার দিকে।
তুমি ঘৃণার স্বরে বলে উঠলে,
" শুঁয়োপোকা! শুঁয়োপোকা! মারো! মারো!"
দৌড়ে এল বাড়ী সুদ্ধ লোক।
অস্ত ব্যস্ত সব্বাই।ভয়াবহ যুদ্ধের মত স্থিতি।
তাকিয়ে দ্যাখো, শুঁয়োপোকা গুলির চোখে।
আরো গভীর ভাবে দ্যাখো।
ওই চোখেতে দেখবে তুমি
প্রজাপতিদের কথা।
কালোর মধ্যে লুকিয়ে আছে
আলোর অনেক খেলা।
ঘৃণ্য দেহেতে লুকিয়ে রয়েছে
রঙের অনেক মেলা।
সবুজ ঘাসেতে, ফুলের বনেতে,
শিশুর মনেতে, প্রেমিক প্রাণেতে
তোমার চোখেতে, আমার চোখেতে
লাগবে নবীন নেশা।


আজও দ্যাখো ওই মাটির ঘরেতে
নয়তো ফুটপাতে।
হাজার শিশু ধুলা মাখা গায়ে
আর্বজনার স্তুপে,
রোদ-বৃষ্টি, চাঁদ-তারাদের সাথে,
তাদের গভীর স্বপ্ন খোঁজে।
দেখবে তুমি, আগামীদিনে,
একটু সুযোগ পেলে,
কেউ বা হবে 'দামাল' ছেলে।
কেউ 'কলামের' 'পরে।
পাখনা ওদেরও লুকিয়ে রয়েছে
নিরাশ মনের কোণে।