এ রক্ত দুর্নিবার


আমার দেহ থেকে ফোটা ফোটা
রক্ত ঝরে পড়েছে পৃথিবীর বুকে।
রক্তের রঙটা সিঁদুরের মত টকটকে লাল।
এ রক্তে আঠারোর উন্মাদনা নেই,
নেই একুশের প্রেমের উচ্ছাস,
নেই তারুণ্যের যৌন ক্ষুধা।
এ রক্তে আছে কেবলই- বিপ্লব, দুর্নিবার।
এ রক্তে ফুটে উঠেছে নিরন্ন মানুষের হাহাকার।
এ রক্ত ঘুরে ফেরে প্রতিবাদী মিছিলে মিছিলে।
এ রক্তে ভেসে ওঠে সন্তান হারা মায়ের রিক্ত প্রতিচ্ছবি।


এ রক্তের মধ্যে রয়েছে সুপ্ত জীঙ্গাসা।
যেমন ঘুমিয়ে থাকে তুষের আগুনে।
এ রক্ত ধূসর মাটির বুকে
এনে দিতে চায় সবুজের সমারহ।
এ রক্ত দুর্নিবার।
এ রক্ত পথের ধারেতে পড়ে থাকা
ন্যাংটো শিশুর জন্যে কাঁদে।
এ রক্ত বঞ্চিত মানুষের দেহে ঘোরে।
এ রক্ত বসন্তের রং দেখে না।
এ রক্ত ঘোরে বনে-জঙ্গলে, চায়ের বাগানে,
নিপীড়িত মানুষের চোখে।
এ রক্ত ছড়িয়ে পড়বে আগামী দিনে
সারা পৃথিবীর বুকে।
দেখিবে সেদিন, বিপ্লব আর বিদ্রোহের হাত ধরে,
নাচিবে এ রক্ত, দুর্নিবার রূপে।