আজ কেন চারিদিকে হায়নাদের দাবানল!
আজ কেন উঠোনে উঠোনে রক্তের আলপনা!
আজ কেন কোমল মাটিতে হিংসার বীজ বোনা!
আজ কেন একে অপরকে টেক্কা দেওয়ার জল্পনা!
সব কিছু আজ হয়েছে অচেনা-অজানা।
খুঁজে ফিরি চারিদিকে,
নেই কোথ্থাও স্বস্থির আস্থানা।


সবাই ব্যাস্ত, সবাই যন্ত্র,
ভালোবাসা হীন রিক্ত বিড়ম্বনা।
ঝাঁপিয়ে পড়েছে প্রতিযোগীতায়,
চাই অর্থ! চাই খাজানা!
ভাই-বন্ধু-মাতা-পিতা, আত্মীয়-পরিজন
-এরা কারা!
সবাই এক এক দাবার মোহরা।
স্নেহ-মায়া-মমতার গলা দাবিয়ে
যিনি এগিয়ে গিয়েছেন- তিনিই রাজা।
বাকী সব সিপাই-বেচারা।
বুঝেও বুঝতে চায় না।
হাত ধরে আজ কেউ কাউকে চলতে শেখায় না।


ভ্রষ্ট খ্যাতির মঞ্চে দাড়িয়ে, দেখছি আজ-
রাস্তার ভিখারী থেকে শুরু করে
বাংলোতে থাকেন যাঁরা,
কেবলই নিজদেরকে ঠকানোর
রচে গুপ্ত পরিকল্পনা।


আন্তরিকতার হৃদয় ফেটেছে।
মানবিকতাকে আছড়ে মেরেছে।
ভাই ভায়ের শত্রু হয়েছে।
মা-বাবা আজ বোঝ বেনেছে।
বন্ধু আজকে মুখোশ পরেছে।
দূরের মানুষ নিকট হয়েছে,
নিকট হয়েছে পর।
হায়রে মানুষ! কি হারালি! কিই বা পেলি!
আজ মনের মধ্যে খোঁজ।