আমার ভালোলাগা নিষ্পাপ
সত্যের উপর নির্ভর।
আমার ভালোলাগা দৈন্য
দুঃখের দিনের সৈন্য
ছল কপট শূন্য।
আমার ভালোলাগা সুন্দরতার পূজারী
স্নিগ্ধতাকে দেয় অঞ্জলি।
আমার ভালোলাগা জাত-বেজাত দেখে না
ধন-নির্ধন ভাবে না।
আমার ভালোলাগা খোঁজে মন
স্নিগ্ধ-শিতল, সৌম্য-শান্ত
হরিনীর মত চঞ্চল
মেঘেদের মত গতিশীল
সমুদ্রের মত উচ্ছল।
আমার ভালোলাগা ভীরু
কথা না হলে বুক ক'রে দুরু-দুরু।
আমার ভালোলাগা শান্ত-কোমল
হাওয়াতে ওড়ায় সবুজ শ্যামল অঞ্চল।
আমার ভালোলাগা আলোকের মত প্রজ্জ্বল
সূর্য্যের মত উজ্জ্বল
আবার চাঁদের মত শীতল।
আমার ভালোলাগা ময়ূরের পেখমের মত সুন্দর
গোলাপের পাপড়ির মত নির্মল।
আমার ভালোলাগা আকাশের মত ব্যাপ্ত
পাহাড়ের মত উচ্চ
পাখীদের মত নির্ভীক।
আমার ভালোলাগা সুপ্ত
আবার সমুদ্রের মত ব্যাপ্ত।
আমার ভালোলাগা স্মৃতি সৌধের দেওয়ালে
চিত্রকরের খেয়ালে
রবীন্দ্র সুরের জোয়ারে।
আমার ভালোলাগা ব্যার্থ কবির হৃদয়ে।
আমার ভালোলাগা অনন্ত কালের জোয়ারে।