দাঁড়াও বন্ধু, তাকিয়ে দ্যাখো--
ওই আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে
তোমার সমাজের গলির মোড়টায়
যেখানে, একদল পৌড় মানসিকতা দাঁড়িয়ে রয়েছে
অর্তকিতে এক অসামাজিক ট্রাঙ্কার চড়াও হয়েছে ওদের উপর।
সবাই চিত্কার ক'রে ওঠে-"ধরো-ধরো!, মারো- মারো!"
এম্বুলেন্স এল, মানসিকতাদের দুমড়ে মুচড়ে
ভরে নিয়ে গেল- অনৈতিকতার হসপিটালে।
হসপিটাল থেকে খবর এল--
"মানসিকতাদের মানবিকতা পঙ্গু হয়ে গেছে!"
নগ্নতা তার শেষ লজ্জ্বা আবরন টুকু খুলে দিয়েছে-
সমাজের কাছে।
আমলাতন্ত্র রক্তিম রণোচ্ছাসে, প্রভূত অর্থের অপচয়ে
নারী আর মাদকতায় লিপ্ত হয়ে পড়ছে।
দারিদ্রতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে
উর্দ্ধমুখী বাজারের দিকে,
ভয়ঙ্কর উর্দ্ধগতির ঐ চাকাটা
কখন তাদের বুকের উপর দিয়ে ধেয়ে যাবে
নিঃশেষ হয়ে যাবে তারা।
এই আশঙ্কায় প্রহর গুনছে।
হিংসা আর পাশবিকতার হাত ধরে
এগিয়ে চলছে দেশ।
সাবধান! ধেয়ে আসছে দূর্দিন।
বিকিয়ে যেতে বসেছে সমাজ ও সভ্যতা।
গলায় লাগাতে আসছে, পরাধীনতার চেন।
বন্ধু! তাকিয়ে দ্যাখো।